Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বরইতলী

 

 

 

বরইতলী ইউনিয়নের পশ্চিমে মছনিয়াকাটা পাহাড়, পূর্বে বান্দরবান পাবর্ত্য জেলার পাহাড়, দক্ষিনে কৈয়ারবিল পাহাড়, উত্তরে হারবাং ইউনিয়নের পাহাড় মাঝখানে বড়থলি। এই বড় থলি নামটি কালক্রমে পরিবর্তিত হয়ে বড়ইতলী নাম ধারণ করেছে। এই বড়ইতলীর পরিবর্তিত রূপ হচ্ছে বর্তমান বরইতলী।

 

 

 

 

 

-ঃএক নজরে বরইতলী ঃ-

মোট লোকসংখ্যাঃ ৩৭৮০১ জন।

পুরুষঃ ১৯৫৭৯ জন।

মহিলাঃ ১৮২২২ জন।

মোট খানার সংখ্যাঃ ৭৩৭৬ টি।

সাধারণ খানাঃ ৭৩৬১ টি।

প্রাতিষ্ঠানিক খানা ও সংখ্যাঃ ১৫টি

আয়তনঃ ৩৬.৪০ বর্গ কিঃমিঃ।

কৃষি জমির পরিমানঃ ৫৪৩৪ একর।

মোট ভোটার সংখ্যাঃ ১৬,৬৮২ জন।

পুরুষ ভোটারঃ ৮২৪৭ জন।

মহিলা ভোটারঃ ৮৪৩৫ জন।

উপ-আনুষ্টানিক শিক্ষা প্রতিষ্ঠানঃ ১২টি

কমিউনিটি বিদ্যালয়ঃ ১টি।

প্রাথমিক বিদ্যালয় সংখ্যাঃ ১২টি।

উচ্চ বিদ্যালয়ঃ ৩টি।

এতিম খানাঃ ৫টি

মাদ্রাসা সংখ্যাঃ ৭টি

কমিউনিটি ক্লিনিকিঃ ৩টি

স্বাস্থ্য ক্লিনিকঃ ১টি

মসজিদঃ ৬৮টি

মন্দিরঃ ১০টি

ডাকঘরঃ ২টি

পাকা ব্রীজঃ ২২টি

কালভার্ট ৬২টি

পাকা রাস্তাঃ ২০ কিলোমিটার

আধা পাকাঃ ১৭ কিলোমিটার

কাঁচা রাস্তাঃ ৯৬ কিলোমিটার

বেড়ি বাঁধঃ ১৫ কিলোমিটার

মসজিদ ভিত্তিক পাঠাগারঃ ১০টি

কেজি স্কুলঃ ২টি

হেফজ খানাঃ ১০টি

ফোরকানিয়াঃ ৩০টি

বনবিভাগের অফিসঃ ২টি

ক্লাবঃ ৩টি

সমিতিঃ ২৭টি

মুরগী খামারঃ ৯টি

মৎস্য খামার (পুকুর সহ) ঃ ৩০৭ টি

গোলাম বাগানঃ ৭৭ একর

হাট বাজারঃ ৫টি

সাইক্লোন সেল্টারঃ ৩টি

ফ্লাট সেন্টারঃ ৬টি

হাইওয়ে পুলিশ ফাঁড়িঃ ১টি

গ্রামীন ব্যাংক ঃ ১টি

ঋণদান সমিতিঃ ৩টি

এনজিও অফিসঃ ২টি

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রঃ ১টি

ইউনিয়ন পরিষদ কার্যালয়/কমপ্লেক্স ভবনঃ ১টি