উপজেলা ভূমি অফিসের সিটিজেন চার্টার
ক্র.নং |
সেবার নাম |
সেবা প্রদনের পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান |
০১. |
নামজারী ও জমা খারিজ |
আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্বক পক্ষগণকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ সাপেক্ষে কোন আপত্তি না থাকলে অনুমোদন। ক) আবেদন বাবদ কোর্ট ফি ২০.০০(পাঁচ) টাকা। খ) নোটিশ জারী ফি ৫০.০০(পঞ্চাশ) টাকা । গ) রেকর্ড সংশোধন ফি ১০০০.০০ (একহাজার) টাকা। ঘ) প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি ১০০.০০(একশত) টাকা। সর্বমোট= ১১৭০.০০ (এগার শত সত্তর) টাকা। এখানে উল্লেখ্য যে, আবেদন বাবদ ২০.০০ (বিশ) টাকা কোর্ট ফি এর মাধ্যমে এবং অবশিষ্ট ফি ডি.সি. আর এর মাধ্যমে আদায় করতে হবে।
|
৪৫(পয়তাল্লিশ)দিন |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে নামজারী আপিল দায়েরকরণ। |
০২. |
কৃষি খাস জমি বন্দোবস্ত |
নির্ধারিত ফর্মে প্রদত্ত আবেদন গ্রহণ, আবেদন বাছাই, বন্দোবস্তের প্রস্তাব প্রেরণ।বন্দোবস্ত অনুমোদনের পর দলিল সম্পাদন করে রেজিষ্ট্রেশনের জন্য প্রেরণ। বন্দোবস্ত অনুমোদন এর পর রেকর্ড সংশোধন ও দলিল হস্তান্তর । |
৬০(ষাট)দিন |
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। |
০৩. |
অকৃষি খাস জমি বন্দোবস্ত |
আবেদন প্রাপ্তির পর তদন্ত শেষে নথি সৃজন ক্রমে বন্দোবস্তের প্রস্তাব প্রেরণ। |
১৫(পনের)দিন |
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। |
০৪. |
ভূমি উন্নয়ন কর |
মালিকানা সংক্রান্ত কাগজপত্র প্রদর্শন পূর্ব্বক ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়নকরের টাকা পরিশোধ করে রশিদ গ্রহণ |
০২(দুই)দিন |
সহকারী কমিশনার (ভূমি)বরাবরে আপত্তি দায়ের করণ। |
০৫. |
অর্পিত সম্পত্তি বন্দোবস্ত ও নবায়ন |
যথাযথ তদন্ত সাপেক্ষে সঠিক পাওয়া গেলে নবায়নের সুপারিশ সহকারে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রস্তাব প্রেরণ। |
১৫(পনের)দিন |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে আপত্তি দায়েরকরণ। |
০৬. |
জলমহাল (২০একর পর্যন্ত) |
ইজারা প্রদান, ইজারা ফি আদায়, দখল প্রদান। |
৩০(ত্রিশ)দিন |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে আপত্তি দায়েরকরণ। |
০৭. |
জলমহাল (২০একরের উর্ধ্বে) |
ইজারাদার বরাবর দখল প্রদান। |
০৩(তিন)দিন |
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। |
০৮. |
বালু মহাল |
ইজারাদার বরাবর দখল প্রদান। |
০৩(তিন)দিন |
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। |
০৯. |
হাট বাজার |
ইজারাদার বরাবর দখল প্রদান।
চান্দিনা ভিটি একসনা লাইসেন্স ভিত্তিক বন্দোবস্তের আবেদন প্রাপ্তির পর তদন্ত শেষে প্রতিবেদন প্রেরণ। |
০৩(তিন)দিন
১৫(পনের)দিন |
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। |
১০. |
পর্চা প্রদান |
ভূমি উন্নয়নকরের রশিদ প্রাপ্তির পর রেকর্ড মতে পর্চা প্রদান। |
০৩(তিন)দিন
|
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। |
১১. |
শ্রেণীপরিবর্তন |
আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্ব্বক উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন প্রেরণ। |
১৫(পনের)দিন |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে আপত্তি দায়েরকরণ। |
১২. |
ভূমি মালিকানা সনদপত্র প্রদান |
আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত সাপেক্ষে আবেদনকারীর নামে রেকর্ড থাকলে সনদপত্র ইস্যু। |
১৫(পনের)দিন |
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। |
১৩. |
জাবেদা নকলের জন্য নথি ও খতিয়ান কপি প্রেরণ |
আবেদন প্রাপ্তির পর নথি ও খতিয়ান কপি প্রেরণ। |
০৩(তিন)দিন
|
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। |
১৪. |
বিভিন্ন দরখাস্তের উপর কার্যক্রম গ্রহণ |
আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবরে তদন্তের জন্য প্রেরণ এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ। |
১৫(পনের)দিন |
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS